গাজীপুরের কাশিমপুরে পোশাক শ্রমিককে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার এক শ্রমিককে (৩৫) সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রাপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, শনিবার রাত ৮টার দিকে কাশিমপুরের শৈলডুবি এলাকার সুপ্রীম স্ট্রীট গার্মেন্টস কারখানা থেকে কাজ শেষে ওই শ্রমিক বাসায় ফিরছিল। শৈলডুবি এলাকার মানিক মাতব্বর, আনোয়ার হোসেন ও ইদ্রিস আলী সড়কের পাশের একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষকরা পালিয়ে গেলে ভিকটিম ৯৯৯ নম্বরে ফোন করে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। অভিযুক্তদের মধ্যে আনোয়ার হোসেনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার কাশিমপুর থানায় ভিকটিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments