জুভেন্টাসে শততম ম্যাচ জোড়া গোল করে রাঙালেন রোনালদো

ছবি: রয়টার্স

জুভেন্টাসের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এমন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন পর্তুগিজ অধিনায়ক। আরও একবার জোড়া গোল করে মাইলফলকের ম্যাচটি রাঙিয়ে রাখলেন এ তারকা। তার নৈপুণ্যেই মৌসুমে প্রথমবারের মতো টানা দুটি ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস।

রোববার স্তাদিও কমুনালে লুইজি ফেরারিসে অবনমন অঞ্চলে থাকা জেনোয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। স্পটকিক থেকে দুটি গোল পেয়েছেন রোনালদো। অপর গোলটি করেন পাওলো দিবালা। কদিন আগেই ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষেও পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছিলেন রোনালদো।

বলের দখলে এগিয়ে থাকলে প্রথমার্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি জুভেন্টাস। তবে ৫৭তম মিনিটে সাফল্যের দেখা পায় দলটি। ম্যাককেনির পাস ধরে ডি-বক্সে ঢুকে এক খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন দিবালা। লিগে এটাই তার প্রথম গোল।

তবে চার মিনিট পরই সমতায় ফেরে জেনোয়া। ম্যাচে নিজেদের প্রথম শতেই গোল পায় দলটি। বাঁ প্রান্ত থেকে দারুণ এক ক্রস করেন লুকা পেল্লেগ্রিনি। নিখুঁত ভলিতে বল জালে পাঠান মিডফিল্ডার স্তেফানো স্তুরারো।

৭৮তম মিনিটে ফের এগিয়ে যায় জুভেন্টাস। সফল স্পট কিক থেকে গোল আদায় করে নেন রোনালদো। হুয়ান কুয়াদ্রাদোকে ডি-বক্সে রোভেল্লা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর ৮৯তম মিনিটে আরও একটি পেনাল্টি পায় দল। এবার আলভারো মোরাতাকে ডি-বক্সে ফাউল করেন মাত্তিয়া পেরিন। আর স্পট কিক থেকে গোল আদায় করে নিতে কোনো ভুল হয়নি রোনালদোর।

এ জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে জুভেন্টাস। তাদের সমান ২৩ পয়েন্ট নাপোলিরও। তবে গোল ব্যবধানে গিয়ে তিনে আছে তারা। শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ১১ ম্যাচে ২৭।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago