কানাডায় নির্বাসিত পাকিস্তানি অধিকার কর্মী কারিমা বালুচের মরদেহ উদ্ধার
পাকিস্তান সেনাবাহিনী ও সরকারের কঠোর সমালোচক অধিকার কর্মী কারিমা বালুচের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কানাডার টরন্টোতে নিখোঁজ হওয়ার পর গতকাল সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়।
বিবিসি জানায়, ৩৭ বছর বয়সী এই আন্দোলনকর্মী গত রোববার নিখোঁজ হয়েছিলেন। পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে তার খোঁজে অনুসন্ধান চালায় টরন্টো পুলিশ। পরে তার বন্ধুরা মরদেহ খুঁজে পাওয়ার কথা জানায়।
কারিমা বালুচের জন্ম পাকিস্তানের অশান্ত অঞ্চল বেলুচিস্তানে। তিনি পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রব্যবস্থার কঠোর সমালোচক ছিলেন। ২০১৬ সালে তিনি বিবিসি’র ১০০ জন অনুপ্রেরণামূলক নারীর একজন মনোনীত হয়েছিলেন।
সোমবার টরেন্টো পুলিশ এক টুইটে জানায়, কারিমা বালুচকে সর্বশেষ রোববার বে স্ট্রিট এলাকায় দেখা গেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কারিমা বালুচের বন্ধু ও সহকর্মীরা তার মরদেহ শনাক্তের কথা নিশ্চিত করেছেন। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আজ মঙ্গলবার কারিমা বালুচের বোন বিবিসিকে বলেন, ‘তার মৃত্যু কেবল পরিবারের জন্যই বেদনার নয় বরং এতে বালুচ জাতীয়তাবাদী আন্দোলনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারিমা বিদেশে যাওয়ার ইচ্ছে থেকে কানাডায় যায়নি… তাকে যেতে হয়েছিল, কারণ পাকিস্তানে তার মত প্রকাশের স্বাধীনতা সীমিত হয়ে পড়েছিল।’
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে লড়াই চলছে। পাকিস্তানে বর্তমানে নিষিদ্ধ থাকা বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশনের সাবেক প্রধান ছিলেন কারিমা বালুচ। নিজের জীবন শঙ্কার কথা জানিয়ে আশ্রয় প্রার্থনার পর তিনি ২০১৫ সাল থেকে কানাডায় বসবাস করছিলেন।
কারিমা বালুচের মৃত্যুর ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
Comments