ছাগল চুরির অভিযোগে মাদারীপুরে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
ছাগল চুরির অভিযোগে মাদারীপুরের পাখিরা এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি (৩০), তার সহযোগী জুবায়ের হাওলাদার (২২), রানা বেপারী, (২৪), রবিউল ইসলাম (২৩) ও মাহবুব তালুকদার (২৪)।
পুলিশ জানায়, গতকাল বিকেলে শিবচর থেকে একটি পুলিশের গাড়ি মাদারীপুরে আসছিল। পাখিরা এলাকায় পৌঁছালে দেখা যায়, লোকজন চোর চোর বলে চিৎকার করে একটি প্রাইভেটকারের পেছনে ছুটছে। পুলিশ গাড়িটি দাঁড় করায়। ভেতরে একটি ছাগল ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছাগলটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।
ছাগলের মালিক লোকমান বলেন, ‘ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশে আমি ছাগলটিকে বেঁধে রেখেছিলাম। হঠাৎ একটি সাদা রঙের প্রাইভেটকারের ভেতর থেকে এক লোক নামে। তারপর আমার ছাগল গাড়িতে উঠিয়ে নেয়। আমরা ধাওয়া করি, আমার চিৎকার শুনে আরও কয়েক জন ধাওয়া করে। পথে পুলিশ প্রাইভেটকার থামায়। আমি এর বিচার চাই।’
মো. কামরুল ইসলাম মিঞা আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় ছাগলের মালিক মামলা দায়ের করায় পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।’
জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্যি হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
Comments