ধানমন্ডিতে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি গয়না চুরির অভিযোগ

রাজধানীর ধানমন্ডি এলাকার শপিং কমপ্লেক্স রাপা প্লাজার দোকান রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার রাতে কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে এমনটি মনে করছে পুলিশ।
রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫০০ ভরি গয়না এবং নগদ টাকা চুরি হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে আমরা বাড়ি ফিরে যাই। আজ সকাল ৯টার দিকে সিকিউরিটি গার্ড জানায়, দোকান লুট হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, লেডিস টয়লেটের গ্রিল কেটে অন্তত তিন জন ভেতরে প্রবেশ করেছেন। একজনের মুখে কাপড়, একজনের মুখে মাস্ক ও অন্য জনকে খোলা মুখে ছিলেন। সিকিউরিটি গার্ড ও সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া এভাবে চুরি করা সম্ভব না।
একই রাতে জেন্টাল পার্ক, মনসুন রেইন ও ভোগ সুলতান শো রুমেও চুরি হয়েছে। জেন্টাল পার্কের ব্রাঞ্চ ম্যানেজার আহমেদ বলেন, তাদের এক লাখ ৫৬ হাজার টাকা পাওয়া যাচ্ছে না। কাপড় ও অন্যান্য জিনিস ঠিক আছে কি না তা মিলিয়ে দেখা হচ্ছে।
মনসুন রেইন-এর ম্যানেজার শাকিল আহমেদ বলেন, আমরা সকালে দোকান খুলতে এসে দেখি বাইরের শাটারের তালা ভাঙা। ভেতরে ক্যাশ বক্সের তালা ভাঙা এবং ২৫ হাজার টাকা ও কিছু মালামাল চুরি হয়েছে।
ভোগ সুলতানের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, তাদের এক লাখ ২২ হাজার টাকা চুরে হয়েছে।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করছে।’
Comments