ভ্যাকসিন নিলেন করোনাযোদ্ধা ‘খোরশেদ ভাই’

করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফন ও সৎকার করা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ (খোরশেদ ভাই) করোনার ভ্যাকসিন নিয়েছেন।
নিতাইগঞ্জে জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নেন কাউন্সিলর খোরশেদ। ১৬ ফেব্রুয়ারি ২০২১, ছবি: স্টার

করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফন ও সৎকার করা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ (খোরশেদ ভাই) করোনার ভ্যাকসিন নিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নেন তিনি।

ভ্যাকসিন নিয়ে কাউন্সিলর খোরশেদ বলেন, ‘ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়া যথেষ্ট সহজ। আমি ও আমার সহকর্মী কাউন্সিলর শওকত হাসেম শকু একসঙ্গে ভ্যাকসিন নিয়েছি। আমাদের কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হয়নি।’

তিনি আরও বলেন, ‘যারা ভ্যাকসিনের নিবন্ধন করতে পারছেন না, তারা আমার কাউন্সিলর কার্যালয়ে এনআইডি কার্ডসহ উপস্থিত হয়ে বিনা খরচে নিবন্ধন করতে পারবেন।’

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ থেকে করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে ২০ হাজার লিফলেট, ৬০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ, খাদ্য সামগ্রী ও শাক সবজি বিতরণ করেন কাউন্সিলর খোরশেদ। গত বছরের ৮ এপ্রিল থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত, উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এমন ১৫০ জনের মরদেহের সৎকার করেছেন তিনি। এছাড়াও, তিনি মানুষকে অক্সিজেন ও প্লাজমা সাপোর্ট দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

10h ago