চলে গেলেন সুরস্রষ্টা আলী হোসেন

Ali Hossain
সুরস্রষ্টা আলী হোসেন। ছবি: সংগৃহীত

‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানের সুরস্রষ্টা আলী হোসেন আর নেই। আমেরিকার স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় সেখানকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর সংবাদ দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন আলী হোসেন। এর মধ্যে রয়েছে ‘হলুদ বাটো মেন্দি বাটো’, ‘চাতুরী জানে না মোর বধূয়া’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না’ ও ‘আরে ও প্রাণের রাজা তুমি যে আমার’।

তার জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে— ‘এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যায় তুলনা খুঁজে না পায়’, ‘কেহই করে বেচাকেনা’ ও ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’।

ঢাকায় বাংলা চলচ্চিত্রের কাজ করার পাশাপাশি উর্দু ‘ছোট সাহেব’, ‘দাগ’, ‘আনাড়ি’, ‘কুলি’ ইত্যাদি চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ করেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

7m ago