সোহম, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকরা তৃণমূলের প্রার্থী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার তালিকায় অনুযায়ী, টালিউডের একাধিক তারকা তৃণমূলের টিকিট পেয়েছেন। এর মধ্যে আছেন- পরিচালক রাজ চক্রবর্তী থেকে শুরু করে সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিকরা।
আজ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ওই তালিকা ঘোষণা করেন বলে ইন্ডিয়া টুডেসহ ভারতের অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে।
দেখে নিন কোন কোন আসনে তৃণমূল তারকা প্রার্থী দিয়েছে-
উত্তরপাড়া থেকে প্রার্থী হবেন অভিনেতা কাঞ্চন মল্লিক। বাঁকুড়া থেকে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর থেকে পরিচালক রাজ চক্রবর্তী। চন্ডিপুর থেকে অভিনেতা সোহম চক্রবর্তী। রাজারহাট নিউ টাউন থেকে গায়িকা অদিতি মুন্সি। কৃষ্ণনগর উত্তর থেকে কৌশানী মুখোপাধ্যায়। আসানসোল দক্ষিণ থেকে সায়নী ঘোষ। আলিপুরদুয়ার থেকে সৌরভ চক্রবর্তী। মেদিনীপুর থেকে জুন মাল্য। বারাসতে চিরঞ্জিৎ চক্রবর্তী। সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র। ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা।
এছাড়াও, শিবপুর থেকে প্রার্থী হবেন তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং উলুবেরিয়া উত্তরে তারকা ফুটবলার বিদেশ বোস।
তবে শুধু তৃণমূল নয়, এবারে বিজেপির তালিকাতেও থাকছেন একাধিক তারকা প্রার্থী। কিছুদিন আগেই টালিউডের একাধিক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে আছেন- অভিনেতা হিরণ, রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পায়েল সরকার ও শ্রাবন্তী।
Comments