হালান্ডের সামনে দারুণ ভবিষ্যৎ: লেভানদভস্কি
৪৪ বছর আগে বুন্ডেসলিগায় শেষবার এমনটা দেখা গিয়েছিল। নিজেদের মাঠে প্রথম নয় মিনিটের মধ্যে দুই গোল হজম করেছিল বায়ার্ন মিউনিখ। ওই স্মৃতি ফিরিয়ে আনলেন বরুশিয়া ডর্টমুন্ডের এরলিং হালান্ড। কিন্তু বায়ার্নকে আটকানো সম্ভব হয়নি। শুরুর ধাক্কা সামলে রবার্ত লেভানদভস্কির হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচশেষে অভিজ্ঞ এই পোলিশ স্ট্রাইকার প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষের তরুণ তারকা হালান্ডকে।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে পিছিয়ে পড়েও ডর্টমুন্ডকে ৪-২ গোলে হারায় হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয় মিনিটে সফরকারীদের এগিয়ে দেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার ব্যবধান দ্বিগুণ করেন নবম মিনিটে। দমে না গিয়ে ২৬তম মিনিটে লেভানদভস্কির লক্ষ্যভেদে ব্যবধান কমায় বায়ার্ন। বিরতির আগে পেনাল্টি থেকে লড়াইয়ে সমতা টানেন তিনি। ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। তবে শেষদিকে ডর্টমুন্ডকে কাঁপিয়ে দেয় স্বাগতিকরা। ৮৮তম মিনিটে লিয়ন গোরেটস্কা এগিয়ে নেন দলকে। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লেভানদভস্কি।
নাটকীয় জয়ের পর সংবাদ সম্মেলনে বায়ার্নে লেভানদভস্কির গুরুত্ব বোঝাতে গিয়ে ফ্লিক বলেছেন, ‘আমাদের যে গোলগুলো দরকার ছিল তা লেভানদভস্কি করেছে। এ কারণেই সে রয়েছে। আমরা খুব খুশি যে, এমন একটা ম্যাচে সে তিনটি গুরুত্বপূর্ণ গোল করেছে।’
লেভানদভস্কি আবার স্তুতি গেয়েছেন হালান্ডের, ‘সে খুবই সম্ভাবনাময়। তার প্রতিভা অসামান্য। সে ইতোমধ্যে দেখিয়েছে সে কত গোল করতে পারে এবং সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ! আমার মনে হয়, সে মাঠে থাকলে তার সতীর্থরা ভালো অনুভব করে। তাকে দিয়ে সবকিছু সম্ভব। সে দেখিয়েছে গোল করতে সে সবসময় প্রস্তুত। সে খুবই তরুণ এবং তার সামনে দারুণ ভবিষ্যৎ রয়েছে।’
এবারের বুন্ডেসলিগায় ৩১ গোল নিয়ে সবার উপরে আছেন ৩২ বছর বয়সী লেভানদভস্কি। তিনি ম্যাচ খেলেছেন মাত্র ২৩টি। এই সংখ্যক গোল নিয়ে আসরটির আগের ৫৭ মৌসুমের ৫২টিতেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিততে পারতেন তিনি! ২০ বছরের হালান্ড ১৯ গোল নিয়ে যৌথভাবে আছেন তালিকার দ্বিতীয় স্থানে।
লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে শিরোপাধারী বায়ার্ন। তাদের অর্জন ২৪ ম্যাচে ৫৫ পয়েন্ট। দুইয়ে থাকা আরবি লাইপজিগ সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ডর্টমুন্ড ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে।
Comments