অ্যালানের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

বাঁহাতি স্পিনে শুরু থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরেছিলেন ফ্যাবিয়ান অ্যালান। পরে ব্যাট হাতেও তাকে পাওয়া গেল দলের ত্রাতা হিসেবে। মাঝারি লক্ষ্য টপকাতে শেষ দিকে কঠিন সমীকরণ তিনি মিলিয়েছেন তিন ছক্কায়।

অ্যান্টিগায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩ উইকেটে। লঙ্কানদের ১৩১ রান অ্যালানের নৈপুণ্যে তারা পেরিয়ে গেছে এক ওভার বাকি থাকতেই।

চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৭ বলে ২১ রান করে দলকে জিতিয়ে অপরাজিত থাকা অ্যালানই নায়ক।

ম্যাচ জিততে শেষ দুই ওভারে দরকার ছিল ২০ রান। আকিলা ধনঞ্জয়ার ১৯তম ওভারে তিন ছয়ে অ্যালান তুলে ফেলেন ২২ রান। ২০তম ওভার খেলারই আর দরকার পড়েনি।

১৩২ রানের সহজ লক্ষ্যে নেমে ক্যারিবিয়ানদের ইনিংস এগোয়নি চেনা ছন্দে। দুই ওপেনারের শুরুটা অবশ্য মন্দ ছিল না।  পঞ্চম ওভারে দলের ৩৭ রানে লুইস কাটা পড়েন ওয়েইন্দু হাসারাঙ্গার বলে। এই লেগ স্পিনার তার ৪ ওভারে মাত্র ১৩ রানে দিয়ে ২ উইকেট তুলে সফরকারীদের রেখেছিলেন ম্যাচে।

তিনে নামা ক্রিস গেইল টানা তৃতীয় ম্যাচে হন ব্যর্থ। এবার নিজের চরিত্রের বিপরীতে বলও করেছেন নষ্ট। ২০ বল খেলে তার ১৩ রানের ইনিংস থামান সফরকারীদের আরেক সফল বোলার লাকসান সান্দাকান। পেসার দুশমন্ত চামিরা কোন রান করতে দেননি কাইরন পোলার্ডকে। ১৮ বলে ২৩ করা নিকোলাস পুরানকেও তুলেন তিনি। রোভম্যান পাওয়েল, ডোয়াইন ব্র্যাভোকে সান্দাকান আউট করে দিলে ১০৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল উইন্ডিজ।

এক পাশে ক্রিজে আঁকড়ে পড়ে থাকা জেসন হোল্ডারের সঙ্গে যোগ দিয়ে পরে অ্যালান ঘুরিয়ে দেন খেলা। হারের শঙ্কা থেকে ৬ বল আগেই ম্যাচ জিতে যায় ক্যারিবিয়ানরা।

সোমবার বাংলাদেশ সময় ভোরে টস জিতে আগে ব্যাট করতে গিয়েছিল শ্রীলঙ্কা। তাদের শুরুটা হয় ভয়াবহ। তৃতীয় ওভারেই দানুশকা গুনাথিলেকাকে তুলে নেন অ্যালান। নিরোশান ডিকভেলা ক্যাচ দেন কেভিন সিনক্লিয়ারের বলে। পাথুম নিশাকাকে ফেরান হোল্ডার। ২৭ রানে ৩ উইকেট পড়ার পরিস্থিতি থেকে হাল ধরতে পারেননি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার ক্যাচ উঠি অবেদ ম্যাককায়ের বলে।

স্কোর বোর্ডে ৪৬ রান উঠতেই নেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান। এদিকে ১০ ওভার হয়ে যাওয়ায় রানরেটও ছিল খুবই নাজুক। এমন পরিস্থিতিতে দীনেশ চান্দিমাল আর আসেন বান্দারা মিলে গড়েন দারুণ জুটি। বাকি ১০ ওভারে আর বিচ্ছিন্ন হননি তারা। যোগ করেন আরও ৮৫ রান। ৪৬ বলে ৩ চারে ৫৪ আসে চান্দিমালের ব্যাট থেকে। ৩৫ বলে ৩ চার, ২ ছক্কায় ৪৪ করেন বান্দারা। তবে তাতেও প্রথম ১০ ওভারে রান না আসার ঘাটতি মিটিয়ে চ্যালেঞ্জিং পূঁজি পাওয়া হয়নি সফরকারীদের।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩১/৪ (গুনাথিলেকা ৯ নিশাকা ৫, ডিকভেলা ৪, চান্দিমাল ৫৪*, ম্যাথিউস ১১, বান্দারা ৪৪*; অ্যালান ১/১৩, সিনক্লিয়ার ১/১৯, হোল্ডার ১/২৭, পোলার্ড ০/১১, ম্যাককয় ১/২৯, ব্র্যাভো ০/৩১)

ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ওভারে ১৩৪/৭ (সিমন্স ২৬, লুইস ২১, গেইল ১৩, পোলার্ড ০, পুরান ২৩, হোল্ডার ১৪*, পাওয়েল ৭, ব্র্যাভো ০, অ্যালান ২১*; ধনঞ্জয়া ০/৫৩, চামিরা ২/২৩, হাসারাঙ্গা ২/১৩, গুনাথিলেকা ০/১১, সান্দাকান ৩/২৯)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফ্যাবিয়েন অ্যালান।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী।

Comments