চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি গ্রেপ্তার
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
আজ মঙ্গলবার সকালে তাকে আহত অবস্থায় নরসিংদী জেলার রায়পুরা থানার ভেল্লাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার সকাল থেকে খুনের মামলার ওই আসামি নিখোঁজ ছিলেন।
নিখোঁজ হওয়ার পর ফরহাদ হোসেন রুবেলের নামে নগরীর কোতোয়ালী থানায় কারা কর্তৃপক্ষ সাধারণ ডায়রি করে। চট্টগ্রাম সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রুবেল গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন বলে এতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামের এক ভাঙ্গারি ব্যবসায়ী ছুরিকাহত হয়ে হাসপাতালে মারা যান। সে ঘটনায় কালামের মা মর্জিনা বেগম সদরঘাট থানায় মামলা করলে পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে।
Comments