কাদের ​মির্জার প্রতিদ্বন্দ্বী বাদল গ্রেপ্তার

মিজানুর রহমান বাদল। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় করা মামলায় বাদলের ২৭ সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সন্ধ্যায় বাদলের ছোট ভাই রহমতউল্লাহ চৌধুরী বিদ্যুতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাদল ভাই আজ আদালতে গিয়েছিলেন এবং সেখানে থেকে ফিরে প্রেসক্লাব এলাকায় এলে তাকে মাইক্রোবাসে করে পুলিশ তুলে নিয়ে যায়।’

মিজানুর রহমান বাদল এসপি কার্যালয়ে কোনো বৈঠকে আছেন বলে যোগ করেন তিনি।

পরে, এসপি মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে সংঘর্ষের মামলায় বাদলকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে পুনরায় রহিম উল্যাহ বিদ্যুতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভাইকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভাইয়া নিজেই নোয়াখালী ডিবি পুলিশের হাতে ধরা দিয়েছেন।’

আরও পড়ুন:

কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষ: বসুরহাটে ১৪৪ ধারা, আটক ২৭

১৪৪ ধারা উপেক্ষা করে কাদের মির্জার সংবাদ সম্মেলনের ঘোষণা

কোম্পানীগঞ্জে সংঘর্ষ: ৬৪৪ জনের বিরুদ্ধে বাদলের মামলা, আসামি নন কাদের মির্জা

কোম্পানীগঞ্জে কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ, আহত অর্ধশত

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran and Israel yesterday carried out strikes on each other for the ninth day amid a diplomatic push to ease the crisis by European powers, which US President Donald Trump says is unlikely to be helpful.

5h ago