হবিগঞ্জে বাড়িতে মা-মেয়ে খুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি বাড়ি থেকে অঞ্জলী মালাকার (৪০) নামে এক নারী ও তার আট বছর বয়সী কন্যা পূজা মালাকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দিগাম্বর বাজার এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বাহুবল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অঞ্জলী মালাকার সবজি ব্যবসায়ী সন্দ্বীপ দাসের স্ত্রী। গতকাল ব্যবসায়িক কাজে সন্দ্বীপ সুনামগঞ্জে গিয়েছিলেন। আজ সকাল ৬টার দিকে বাসায় ফিরে দেখেন, তার স্ত্রী ও কন্যার মরদেহ খাটের নিচে পড়ে আছে। দুর্বৃত্তরা দুজনকে গলাকেটে হত্যা করেছে।
হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অঞ্জলী মালাকার সর্বশেষ ভোর ৪টার দিকে তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। ধারণা করা হচ্ছে, এর পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
Comments