হেফাজতের হরতালে ইসলামী আন্দোলনের সমর্থন
রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশে হরতালে সমর্থন দেওয়ার ঘোষণা করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গতকাল চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ ঢাকায় বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। এর আগে জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ থেকে ছয় দফায় দাবি ও দুই দফা কর্মসূচি ঘোষণা করেন ফয়জুল করীম।
হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে জড়িতদের শাস্তি, হাটহাজারী থানার ওসিকে বরখাস্ত, নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, গ্রেপ্তারদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবির কথা বলেন ফয়জুল করীম।
তিনি আগামী ১ এপ্রিল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব সামনে প্রতিবাদ সমাবেশ করারও ঘোষণা দেন।
Comments