অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় লঞ্চডুবি
নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।
আজ রবিবার নারায়াণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বলে আমরা জানতে পেরেছি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম পৌঁছেছেন।
বাল্কহেডের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লঞ্চ থেকে বেঁচে ফেরা যাত্রী দিপু বলেন, ‘লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। পরে বাল্কহেড ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। নিচ থেকে কেউ কেউ বের হতে পারেনি। সবাই পানির নিচে ডুবে গেছে। সাড়ে ছয়টার দিকে লঞ্চটি ছাড়ে এবং সাতটার দিকে পৌঁছানোর কথা ছিল। আমার সঙ্গে মা ছিলেন। আমার মা এখনো নিখোঁজ।’
Comments