মঙ্গলবার ব্যাংক খোলা ১০টা-৩টা
লকডাউন শুরুর আগের দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাত দিন ‘কঠোর লকডাউনে’ ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত হওয়ায় আগামীকালের চাপ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রাহকরা যেন ওই সময়ের মধ্যে তাদের লেনদেন করতে পারে, এজন্য বাংলাদেশ ব্যাংক আগামীকাল একটি নোটিশ জারি করবে।’
এর আগে, কেন্দ্রীয় ব্যাংক সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তবে গত কয়েকদিনে ব্যাংকে লেনদেনের চাপ থাকায় আগামীকালের সময়সীমা বাড়ানো হয়েছে।
১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশের সব ব্যাংকের সব শাখা বন্ধ থাকায় আগামীকাল ব্যাংকগুলোতে প্রচুর লেনদেন হবে বলে কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে।
আনোয়ারুল ইসলাম জানান, ব্যাংক কর্মকর্তারা যেন তাদের প্রাসঙ্গিক কাজ শেষ করতে পারে সে জন্য শাখাগুলো এদিন বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন:
Comments