এক বছরে ৫০৭ রোহিঙ্গার করোনা শনাক্ত, মৃত্যু ১০
গত বছরের মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গতকাল সোমবার পর্যন্ত এক বছরে মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া ৫০৭ জন রোহিঙ্গার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। বাকিরা সবাই সুস্থ হয়ে নিজ নিজ ক্যাম্পে ফিরে গেছেন।
আজ মঙ্গলবার কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার পর্যন্ত কক্সবাজার জেলায় মোট সাত হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০৭ জন রোহিঙ্গা।
জেলায় এ পর্যন্ত মোট ৮৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে রোহিঙ্গা ১০ জন।
কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের মোট ৩৪টি ক্যাম্পে বর্তমানে আট লাখ ৬৬ হাজার ৪৫৭ জন রোহিঙ্গা বসবাস করছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৩১৮ জন। কক্সবাজার জেলার আটটি উপজেলার মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি কক্সবাজার সদর উপজেলায়। এ উপজেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছে তিন হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন সর্বোচ্চ ৪৮ জন।
জেলায় করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে উখিয়া উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন ও মারা গেছেন তিন জন।
Comments