ব্রুনাইয়ে ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’ শুরু

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন আয়োজনে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ ২০২১’। গতকাল বুধবার রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে দেশটির খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনাই (ইউটিবি)-এর লেকচার থিয়েটারে এই আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাহিদা রহমান সুমনা।
‘৫০ বছরের বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক উদ্বোধনী লেকচারে প্রধান বক্তা ছিলেন- ব্রুনাইতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজনীশ কুমার। বিশেষ অতিথি ছিলেন ইউটিবির সহকারী ভাইস-চ্যান্সেলর হাজী আদি সিয়ারমিন বিন হাজী মোহাম্মদ তালিব। এছাড়াও উপস্থিত ছিলেন তুরস্ক, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার, ইরানের রাষ্টদূত এবং মালেশিয়ার চার্জ দ্য এ্যাফেয়ারর্স এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বুদ্ধিজীবীরা।
ভারতীয় হাইকমিশনার অজনীশ কুমার বাংলাদেশ-ভারত সম্পর্কের সুদৃঢ় বন্ধন, বর্তমান গতিপ্রকৃতি এবং এ সম্পর্কের ওপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানের ওপর বিস্তারিত আলোচনা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘মহান নেতা বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের শেকল থেকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।’
বঙ্গবন্ধুকে বিশ্বনেতা হিসেবে আখ্যায়িত করে প্রধান বক্তা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চে দেওয়া বঙ্গবন্ধুর অলিখিত বক্তব্য বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের সমপর্যায়ভুক্ত।
সভাপতির বক্তব্যে বাংলাদেশের হাই কমিশনার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের মানুষ কোনদিন ভুলে যাবে না।’
তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশের হাই কমিশনার।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী জুনে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ হাই কমিশন।
Comments