আরমানিটোলায় অগ্নিকাণ্ড: ২ গোডাউন মালিক গ্রেপ্তার
রাজধানীর পুরাণ ঢাকার আরমানিটোলায় কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ সোমবারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফা মামলার দুই ও তিন নম্বর আসামি। তাদেরকে যথাক্রমে ঢাকা ও বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বলেন, যে গোডাউন থেকে আগুণের সূত্রপাত হয়েছিল সেগুলোর মালিক এই দুজন।
গত শুক্রবার ভোররাতে আরমানিটোলায় ছয়তলা একটি ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন মারা গেছেন এবং আহত হন অন্তত ২৩ জন। তাদের মধ্যে তিন জন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন।
আরও পড়ুন:
আরমানিটোলায় আগুন কেমিক্যাল গোডাউনে
আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪
‘মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি’
আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন: ৪ সদস্যের তদন্ত কমিটি
আরমানিটোলায় আগুনে দগ্ধ নবদম্পতি লাইফ সাপোর্টে
আরমানিটোলায় অগ্নিদগ্ধ আরও ১ জনের মৃত্যু
‘সরকারসহ সংশ্লিষ্টদের কাছে সাধারণ মানুষের জীবনের কি কোনোই মূল্য নেই’
Comments