আজ রাত থেকে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন
ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ রাত থেকে আংশিক লকডাউনের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়ের জারি করা এক সরকারি আদেশে বিষয়টি জানানো হয়েছে।
আদেশে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদন সংশ্লিষ্ট সবধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে, সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাজার খোলা থাকবে।
এছাড়া, রাজ্যের সব শপিংমল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা ও সুইমিং পুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, হোম ডেলিভারির মাধ্যমে পণ্য ও সেবাদানের অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া, ফার্মেসি ও মুদি দোকান অন্য সময়ে খোলা থাকতে পারে বলেও জানানো হয়।
Comments