বাঁশের ব্যাট ব্যবহার নিয়ে আলোচনা করবে এমসিসি

উইলো কাঠের পরিবর্তে বাঁশ দিয়ে বানানো ব্যাট ব্যবহারের ভাবনা ধোপে টেকেনি মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে। তারা বলেছে, বর্তমান আইন অনুসারে, বাঁশের ব্যাট ব্যবহার অবৈধ। তবে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থাটি বিকল্প উপাদানে ব্যাট তৈরির এমন পরীক্ষা-নিরীক্ষাকে সাধুবাদ জানিয়েছে।
এমসিসির আইন পরিবর্তনের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। তারা জানিয়েছে, বাঁশের তৈরি ব্যাটের ব্যাপারে ভেবে দেখা হবে। আইন উপ-কমিটির পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবে তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে এমসিসি বলেছে, বাঁশের ব্যাট দুটি কারণে ক্রিকেটের বর্তমান আইনের পরিপন্থী। প্রথমত, বাঁশ মূলত ঘাস। দ্বিতীয়ত, বাঁশের ব্যাটে প্রলেপ ব্যবহার করা হয়েছে।
আইনের ৫.৩.২ ধারা অনুসারে, কেবল কাঠ দিয়েই ব্যাট বানাতে হবে। ফলে আইন পরিবর্তন করে বাঁশের ব্যবহারকে স্বীকৃতি দেওয়া হলেও প্রলেপ দেওয়া নিয়ে ঝামেলা থেকে যাচ্ছে। কারণ, জুনিয়র ক্রিকেটে ব্যাটে প্রলেপ দেওয়ায় সমস্যা না থাকলেও সিনিয়র পর্যায়ে এটি নিষিদ্ধ।
কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বাঁশের ব্যাট বানিয়ে সাড়া জাগিয়েছেন ক্রিকেট বিশ্বে। তারা প্রথমে ব্যাটের আকৃতিতে বাঁশ টুকরো করে কেটে আঠা দিয়ে সেগুলো জোড়া দিয়েছেন। এরপর তারা পৃষ্ঠতলে চাপ দিয়ে উপরে প্রলেপ লাগিয়েছেন।
গবেষকরা বলেছেন, উইলো কাঠের চেয়ে তাদের ব্যাট বেশি টেকসই ও শক্ত। কেবল একটি দিকে পিছিয়ে বাঁশের ব্যাট। বর্তমানে প্রচলিত উইলো ব্যাটের চেয়ে এর ওজন বেশি।
তাছাড়া, বাঁশের ব্যাটের ‘সুইট স্পট’ তুলনামূলক বড়। ফলে ব্যাটসম্যানদের শট খেলায় সুবিধা হবে। একে ব্যাটসম্যানদের জন্য ‘স্বপ্নের ব্যাট’ হিসেবেও উল্লেখ করেছেন গবেষকদের একজন দার্শিল শাহ।
Comments