রাজনীতি

রোজিনা ইসলামকে হেনস্তায় জড়িত কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত ছিল: ফখরুল

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তায় জড়িত কর্মকর্তাদের বরখাস্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই কর্মকর্তাদের বদলি করা কোনো সমাধান নয়। তাদের সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা উচিত ছিল।
ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: স্টার

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তায় জড়িত কর্মকর্তাদের বরখাস্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই কর্মকর্তাদের বদলি করা কোনো সমাধান নয়। তাদের সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা উচিত ছিল।

তিনি আজ বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান।

ফখরুল বলেন, রোজিনা ইসলাম একটি প্রভাবশালী জাতীয় দৈনিকের সাংবাদিক বলে জোরালো প্রতিবাদ হচ্ছে। এর আগেও দেশে এমন ঘটনা ঘটেছে। আর এসব ঘটনা ঘটছে দেশে গণতন্ত্র-জবাবদিহিতা নেই বলে।

‘একজন সাংবাদিককে সচিবালয়ের কর্মকর্তারা কীভাবে নাজেহাল করেছেন, তা আমরা ভিডিওতে দেখেছি। এটা অবিশ্বাস্য। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওই কর্মকর্তাদের বদলি করা কোনো সমাধান নয়। তাদের সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা উচিত ছিল। মামলা করে তাদের কারাগারে নেওয়া উচিত ছিল,’ বলেন মির্জা ফখরুল।

দেশের বর্তমান অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয় দাবি করে ফখরুল বলেন, রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে সেটা প্রমাণ করে সংবাদমাধ্যমের স্বাধীনতা একেবারেই নেই।

‘এটা থেকে প্রমাণিত হয়, এই সরকার রাজনৈতিক সরকার নয়। এ সরকার পুরোপুরিভাবে আমলাতান্ত্রিক সরকার। এখন আমলারাই পলিসি নির্ধারণ করে। তারাই দেশকে একটা চরম অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব যদি থাকত, তাহলে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ করা হতো না।’

বর্তমান সরকারকে ‘ফ্যাসিবাদী’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘দিস গভর্নমেন্ট ইজ অ্যা ফ্যাসিস্ট গভর্নমেন্ট। এদের নির্ভরই করতে হয় এই আমলাদের ওপরে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে।’

সংবাদকর্মীরা যেন সত্য ঘটনা প্রকাশ করতে না পারে, বিশেষ করে চুরি-দুর্নীতির ঘটনা যেন প্রকাশ না হয়, সে কারণে এ ঘটনাটি ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Who are giving us earthquake data?

BMD ill-equipped, still relies on manual system with no seismologist or geologist involved

8h ago