অবৈধ অনুপ্রবেশ বন্ধে সিলেট সীমান্তে বিজিবির খাদ্য সহায়তা
সিলেট সীমান্তবর্তী জনপদের মানুষের ভারতে অনুপ্রবেশ বন্ধে অসহায়-হতদরিদ্র ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার কালাসাদেক এবং শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা খাবার বিতরণ করেন।
বিজিবির ৪৮ নম্বর সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে চার কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আটা, আধা লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর এবং এক কেজি চিনি দেওয়া হয়েছে।’
এর আগে গত ১০ মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, দমদমিয়া, উৎমা ও সোনারহাট এলাকার ১০০ পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় একইভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় বিজিবি।
Comments