প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ ২ জুন পর্যন্ত বাড়াবে সৌদি সরকার

স্টার ফাইল ছবি

করোনা সংক্রমণ রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় যেসব সৌদি প্রবাসী নিজ নিজ দেশে আটকা পড়েছেন তাদের ইকামা (আবাসিক অনুমতি) ও ভিসার মেয়াদ ২ জুন পর্যন্ত বাড়াবে সৌদি সরকার।

সৌদি সরকারের এ সংক্রান্ত একটি আদেশের বরাত দিয়ে আজ মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, সৌদি বাদশাহ সালমানের নির্দেশে দেশটির অর্থমন্ত্রী ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছেন। দেশের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা ও দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে পাসপোর্ট অধিদপ্তর নিশ্চিত করেছে।

Comments

The Daily Star  | English

Bangladesh steps up efforts to recover laundered money: BB governor 

“We are taking action against those who fled abroad with funds from Bangladesh, and coordinated efforts are underway at both national and international levels,” he said

3h ago