বার্নসের সেঞ্চুরির পরও লর্ডসে নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণ

শনিবার লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষে হাতে ৮ উইকেট নিয়ে ১৬৫ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড
Rory Burns
ছবি: টুইটার

বৃষ্টিতে তৃতীয় দিন ভেসে যাওয়ার পরও লর্ডস টেস্টে ফল হওয়ার সামান্য সম্ভাবনা তৈরি হয়েছে। চতুর্থ দিনে কাইল জেমিসন, টিম সাউদির তোপে চরম বিপদে পড়েছিল ইংল্যান্ড। চোয়ালবদ্ধ দৃঢ়তায় দারুণ সেঞ্চুরি করে ররি বার্নস সে বিপদ থেকে বাঁচিয়েছেন তার দলকে। 

শনিবার লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষে হাতে ৮ উইকেট নিয়ে ১৬৫ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। কিউইদের করা ৩৭৮ রানের জবাবে বার্নসের অনবদ্য শতকে ইংল্যান্ড করতে পারে ২৭৫ রান। ৪৩ রানে ৬ উইকেট নেন সাউদি, ৮৫ রানে ৩ উইকেট যায় জেমিসনের পকেটে। 

১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ২ উইকেটে ৬২ রান তুলেছে কেন উইলিয়ামসনের দল। 

২ উইকেটে ১১১ রান নিয়ে নেমে কোন রান যোগ করার আগেই জো রুটকে হারায় ইংলিশরা। ৪২ করা ইংল্যান্ড অধিনায়ক ক্যাচ দেন জেমিসনের বলে। ওলি পোপ এসে বার্নসের সঙ্গে ২৯ রানের একটা জুটি গড়েন। এরপর সাউদির তোপে পড়ে স্বাগতিকদের ইনিংস। পোপ, ড্যান লরেন্স, জেমস ব্রেসিকে পর পর ফিরিয়ে দেন তিনি।। ১৪০ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা তখন ইংল্যান্ডের। 

অভিষিক্ত পেসার অলি রবিনসন ব্যাট হাতেও নিজের কার্যকারিতার প্রমাণ দেন। বার্নসের সঙ্গে গড়ে উঠে তার ৬৩ রানের ভীষণ গুরুত্বপূর্ণ জুটি। 

১০১ বলে ৪১ করে ফেরেন রবিনসন। মার্ক উডও আউট হন দ্রুতই। স্টুয়ার্ট ব্রড কিছুটা সঙ্গ দেন বার্নসকে। তবে শেষ উইকেটে জেমস অ্যান্ডারসনের সঙ্গেই বেশি রান এসেছে। ৫২ রানের জুটি গড়ে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পুরো করেন এই বাঁহাতি। পরে দ্রুত রান বাড়াতে গিয়ে সাউদির ৬ষ্ঠ শিকারে পরিণত হয়েছেন তিনি। 

শেষ বিকেলে লিড বাড়াতে ব্যাট করতে নেমে রবিনসনের ঝাঁজে দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। আগের ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে ২৩ আর কেন উইলিয়ামসকে ১ রানে কাবু করেন তিনি। 

৩০ রান নিয়ে খেলতে থাকা টম ল্যাথামের সঙ্গী নাইটওয়াচম্যান নেইল ওয়েগনার। 

সংক্ষিপ্ত স্কোর: 

(চতুর্থ দিন শেষে) 

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৭৮ 

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১০১.১ ওভারে ২৭৫ (বার্নস ১৩২, সিবলি ০, ক্রলি ২, রুট ৪২, পোপ ২২, লরেন্স ০, ব্রেসি ০, রবিনসন ৪২, উড ০, ব্রড ১০, অ্যান্ডারসন ৮*;  সাউদি ৬/৪৩, জেমিসন ৩/৮৫, গ্র্যান্ডহোম ০/২৪, ওয়েগনার ১/৮৩, স্যান্টনার ০/৩০, উইলিয়ামসন ০/২) 

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩০ ওভারে ৬২/২ (ল্যাথাম ৩০*, কনওয়ে ২৩, উইলিয়ামসন ১, ওয়েগনার ২* ;  অ্যান্ডারসন ০/২২, ব্রড ০/৯, রবিনসন ২/৮, উড ০/১৭) 

 

 

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

2h ago