২৪ ঘণ্টায় শনাক্তের হার কুষ্টিয়ায় ২৪.১৪, চুয়াডাঙ্গায় ৩৩.৩৩, মেহেরপুরে ১৪.৯৩ শতাংশ
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার যথাক্রমে ২৪ দশমিক ১৪ শতাংশ, ৩৩ দশমিক ৩৩ শতাংশ এবং ১৪ দশমিক ৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, এ সময়ে মোট পরীক্ষা করা হয়েছে ২৩২টি নমুনা।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘জেলায় করোনা সংক্রমণ উঠানামা করছে। আক্রান্তের হার কখনও বাড়ছে, কখনও কমছে। জেলায় এখন পর্যন্ত আক্রান্তের হার সর্বোচ্চ ৩৩ দশমিক ৩৩ শতাংশ হয়েছে।’
এর আগের ২৪ ঘণ্টায় ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য ৫০টি শয্যা রয়েছে। এর মধ্যে আইসোলেশন শয্যা ৩০টি, অবজারভেশন শয্যা ২০টি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে ৪৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ২৪টি নমুনা পরীক্ষা করে আট জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭০ জন এবং মারা গেছে ৭০ জন।
মেহেরপুরে ৬৭টি নমুনা পরীক্ষা করে ১০টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ।
এ নিয়ে মেহেরপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ১০৩ জন এবং মারা গেছেন ২৩ জন।
Comments