পুরনো টুইটের জেরে এবার বিপাকে মরগ্যান, বাটলার ও ম্যাককুলাম

বর্ণবিদ্বেষী পুরনো টুইট সামনে আসায় কঠিন সময় পার করতে হচ্ছে ইংল্যান্ডের পেসার ওলি রবিনসনকে। তাকে নিষিদ্ধ করে তদন্ত চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড-ইসিবি। এই আলোচনার মধ্যে এবার সামনে এসেছে ইংল্যান্ডের আরও দুই ক্রিকেটারের কথা। সঙ্গে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককুলামও।
২০১৮ সালের আইপিএল চলাকালীন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগ্যান, কিপার ব্যাটসম্যান জস বাটলার এবং কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করা কিউই ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককুলাম ভারতীয় ভক্তদের নিয়ে টুইটারে বিদ্রূপ করেছেন বলে অভিযোগ এসেছে।
সেসব টুইটারে মরগ্যান ও বাটলার ভারতীয় ভক্তদের ‘স্যার’ বলে বিদ্রূপ করে নিজেদের মধ্যে বেশ কিছু মন্তব্য বিনিময় করছিলেন। পরে তাদের সঙ্গে যোগ দেন ম্যাককালাম। যদিও তারা পরে মন্তব্যগুলো মুছে দেন। কিন্তু তাদের সেসব মন্তব্যের স্ক্রিনশট আবার বেরিয়ে এসেছে।
এই তিনজনই ২০১৮ সালের মতো এখনো যুক্ত আছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এই ফ্রেঞ্চাইজিটির প্রধান নির্বাহী ভেনকি মাইসুর বলেন, ‘এই ব্যাপারে আমরা খুব বেশি কিছু জানি না। উপসংহারে আসার আগে খতিয়ে দেখতে হবে কি ছিল। কিন্তু এটা বলতে পারি কলকাতা নাইট রাইডার্স যেকোনো বৈষম্যমূলক আচরণের ব্যাপারে জিরো টলারেন্স দেখাবে।’
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফও জানিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার বাটলার ও মরগ্যানের পুরনো টুইটের মন্তব্যের কারণে ইসিবির কাছে প্রশ্ন এসেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ লর্ডস টেস্টে অভিষেক হয় পেসার রবিনসনের। প্রথম দিনেই দারুণ বল করে আলো কাড়েন তিনি। ওই দিনের খেলা শেষেই বেরিয়ে আসে তার পুরনো কিছু টুইট। যাতে তিনি ব্রিটিনে বসবাসরত এশিয়ানদের ব্যাপারে আপত্তিকর মানসিকতা দেখান। নারীদের ব্যাপারেও সেসব টুইটে ছিল বিদ্বেষমূলক কথা। ঘটনার জেরে পরের দিন ভিডিও বার্তায় ক্ষমা চান রবিনসন। কিন্তু তাতেও শেষ হয়নি। ম্যাচ শেষে ইসিবি নিষিদ্ধ করে রবিনসনকে। তার বিরুদ্ধে এই ঘটনার তদন্ত চলমান আছে।
Comments