নসিমন, করিমন ও ইজিবাইক রেজিস্ট্রেশনের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নীতিমালা তৈরি করে নসিমন, করিমন ও ইজিবাইক রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি আওয়ামী লীগের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত আজ বৃহস্পতিবারের বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সড়ক ও মহাসড়কের স্পিডব্রেকার অপসারণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে নীতিমালা তৈরি করে নসিমন, করিমন ও ইজিবাইক রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য সুপারিশ করা হয়।
এছাড়া, বিআরটিএ’র সেবা আধুনিকায়নে দুর্নীতি রোধ, বিআরটিএ’র শূন্য পদের সংখ্যা, শূন্য পদ পূরণে ব্যবস্থা নেওয়াসহ কয়েকটি বিষয় আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন এবং বিআরটিএ’র সেবাগুলোর আধুনিকায়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি এ বৈঠকে অংশগ্রহণ নেন।
Comments