নাটোরে ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ৫৩.২৫ শতাংশ
নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। একই সময়ে ১৫৪টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৮২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ দশমিক ২৪ শতাংশ।
আজ শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় ১৮৪টি নমুনা পরীক্ষা করে ৬২ জন শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক সাত শতাংশ।
আজ তৃতীয় দিনের মতো নাটোর ও সিংড়া পৌরসভায় কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে পুলিশের টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। কেউ আইন ভঙ্গ করলে জরিমানা করা হচ্ছে। গতকাল ভ্রাম্যমাণ আদালত ৩৬ জনকে সাজা দিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত নাটোরে দুই হাজার ১২৮ জনকে শনাক্ত করা হয়েছে। মোট মারা গেছেন ৩২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জনের মধ্যে ৫২ জন নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জেলার দুই পৌরসভায় চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত চার শ জনের মাঝে নগদ পাঁচ শ টাকা করে দিয়েছেন নাটোর ও সিংড়ার পৌর মেয়র।
Comments