হবিগঞ্জে করোনা শনাক্ত হার বেড়ে ৫১.৬ শতাংশ

হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে ৫১ দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান উজ্বল দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫১ দশমিক ছয় শতাংশ।
এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ১৮ জন, মাধবপুরের ছয় জন, বাহুবলের ১২ জন, বানিয়াচংয়ের সাত জন, নবীগঞ্জের তিন জন ও একজন লাখাই উপজেলার বাসিন্দা।
ডা. মুখলিছুর রহমান আরও জানান, করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, যথাসম্ভব ঘরে থাকতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন দুই হাজার ৭১৩ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ১১০ জন ও মারা গেছেন ১৯ জন।
Comments