ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৬৫ রোগী

manikganj photo dengue
স্টার ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সকাল থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৪১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৪ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে।

তাদের মধ্যে চলতি মাসে ৮ হাজার ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে।

আগস্ট মাসে দেশে ৭ হাজার ৯৬৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২০৯ জন।

Comments