অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটারের জীবনাবসান

সেই ১৯৬৬ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১২ ঘন্টা ক্রিজে থেকে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বব কাউপার। অস্ট্রেলিয়ার মাঠে সেটাই ছিলো টেস্টে প্রথম ট্রিপল। যা অজিদের ডেরায় দীর্ঘতম ইনিংসের রেকর্ড হিসেবেও টিকে আছে আজও। ৮৪ বছর বয়েসে সেই কাউপার তার জীবনের ইনিংস থামিয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার জানিয়েছে,  বব কাউপার দীর্ঘ রোগ ভোগের পর ৮৪ বছর বয়সে মারা গেছেন।

বাঁহাতি ব্যাটসম্যান কাউপার ১৯৬৪ থেকে ১৯৬৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ২৭টি টেস্ট খেলেছেন, যেখানে ১৯৬৬ সালে অ্যাশেজ সিরিজের সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫8৯ বলে ১২ ঘণ্টার ৩০৭ রান করেছিলেন। এটি সহ টেস্টে তার পাঁচটি সেঞ্চুরি আছে।

২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাথু হেইডেনের ৩৮০ রানের আগ পর্যন্ত এটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র টেস্ট ট্রিপল সেঞ্চুরি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বাইয়ার্ড এক বিবৃতিতে বলেছেন, 'বব কাউপারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন।'

'ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, ববের পরিবার, বন্ধু এবং প্রাক্তন সতীর্থদের প্রতি আমাদের গভীর সমবেদনা।'

কাউপার ভিক্টোরিয়ার হয়ে ৬৬টি প্রথম-শ্রেণীর ম্যাচও খেলেছেন এবং পরবর্তীতে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।

মাইক আরও যোগ করেছেন, 'বব ছিলেন একজন চমৎকার ব্যাটসম্যান যিনি এমসিজিতে তার বিখ্যাত ট্রিপল সেঞ্চুরির জন্য, সেইসাথে ১৯৬০-এর দশকে অস্ট্রেলিয়ান এবং ভিক্টোরিয়ান দলে তার শক্তিশালী প্রভাবের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।'

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

4h ago