জিএসএলের ফাইনালে গায়ানার কাছে হারল রংপুর

গত বছর গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিলো রংপুর রাইডার্স, এবার শিরোপা ধরে রাখতে ফাইনালে উঠে পারল না তারা। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে পাত্তাও পায়নি তারা।

আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তোলে, যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। ওপেনার জনসন চার্লস (৪৮ বলে ৬৭) এবং রহমানুল্লাহ গুরবাজের (৩৮ বলে ৬৬) দ্রুতগতির অর্ধশতকের সুবাদে এই বিশাল সংগ্রহ পায় তারা।

জবাবে ১৬৪ রান করতে পারে রংপুর। ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করে চেষ্টা চালান সাইফ হাসান। ইফতেখার আহমেদ ২৯ বলে ৪৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৭ বলে ৩০ রান। বাকি আর কেউ জ্বলে উঠতে না পারায় লড়াই জমাতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি।

রংপুর তাদের চারটি লিগ পর্বের ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ফাইনালে উঠেছিল, সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত ম্যাচ ছিল।

Comments