মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ বিসিবি প্রধানের

গতবছর শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থেকে অবসর নেন মাশরাফি বিন মর্তুজা । গুঞ্জন আছে এই ফরম্যাট ছাড়তে তাকে বাধ্য করা হয়। বছর না ঘুরতে আরেকটি শ্রীলঙ্কা সফরের আগে সেই মাশরাফির দ্বারস্থ হয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তাকে টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি।
Mashrafee Mortaza
ছবি: ফিরোজ আহমেদ (ফাইল)

গতবছর শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থেকে অবসর নেন মাশরাফি বিন মর্তুজা । গুঞ্জন আছে এই ফরম্যাট ছাড়তে তাকে বাধ্য করা হয়। বছর না ঘুরতে আরেকটি শ্রীলঙ্কা সফরের আগে সেই মাশরাফির দ্বারস্থ হয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তাকে টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার বিসিবি প্রধান নাজমুল হাসান সাম্প্রতিক দলের খারাপ অবস্থা নিয়ে হাজির হন গণমাধ্যমে। মার্চের শুরুতে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদহাস কাপেই মাশরাফিকে দলে চান বিসিবি প্রধান,  'এটা নিয়ে আজ আলাপ হয়েছে। এটা ত মাশরাফির উপর নির্ভর করে। আমাকে সবাই বলেছে আপনি বললে খেলবে। কিন্তু আমি ত চাপ দিতে পারি না। আমি বলতে পারি যদি সে রাজি হয়।'

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শেষ হওয়া সিরিজেও মাশরাফিকে দলে চেয়েছিলেন নাজমুল। তবে মাশরাফি সেই প্রস্তাব ফিরিয়ে টেস্ট খেলার ইচ্ছা কথা জানিয়েছিলেন তখন, 'আমি ওকে এই সিরিজেও খেলতে বলেছিলাম। কিন্তু জোর দিয়ে না। ও তখন বলল টেস্ট খেলতে চায়, টি-টোয়েন্টি খেলবে না। তারপর আর এটা এগোয়নি। আমি ওকে বলেছিলাম এই সিরিজে খেলতে কারণ নতুন বলে সেই সেরা। এতে কোন সন্দেহ নাই।'

'মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টির জন্য সবচেয়ে নির্ভর করার মত বোলার কিন্তু মাশরাফি।'

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটেই হেরেছে বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের অবস্থা ছিল বেশি করুণ। চন্ডিকা হাথুরুসিংহের দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচবিহীন বাংলাদেশ দল পার করছে কঠিন সময়।

৬ মার্চ কলম্বোয় শুরু হবে ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। ৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Chief adviser meets cricketers after 'historic success' in Pakistan

Asif Mahmud Shojib Bhuyain, adviser to the ministry of youth and sports, hailed the players for bringing success at a difficult time

3h ago