প্রাথমিকের সমাপনী থেকে বহু নির্বাচনী প্রশ্ন বাদ দেওয়ার সিদ্ধান্ত
এ বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) তুলে দেওয়া হচ্ছে। প্রথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আজ সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বহুনির্বাচনী প্রশ্ন বাদ দেওয়ার কথা জানান। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হয়।
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে বহুনির্বাচনী প্রশ্ন তুলে দিতে শিক্ষাবিদদের পরামর্শ ছিল। এর প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করল।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এ বছর প্রাথমিকে প্রায় ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা কোটায় রয়েছে ৩৩ হাজার জন। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। দুই ক্যাটাগরিতে প্রতি মাসে তারা ৩০০ টাকা ও ২২৫ টাকা করে বৃত্তি পাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
Comments