অক্টোবরে প্রথম সপ্তাহে বিপিএল, একাদশে খেলানো যাবে চার বিদেশি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিসিবি। আগের বছর থেকে এগিয়ে এবার এই টুর্নামেন্ট শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। একাদশে পাঁচ বিদেশী খেলানোর সিদ্ধান্ত বদলে আবার ফিরে যাওয়া হচ্ছে চারজনে।
বুধবার বোর্ড পরিচালকদের সভায় এছাড়াও খেলোয়াড় ধরে রাখার ব্যাপারেও নীতিমালা ঠিক করা হয়েছে।
বোর্ড সভাপতি নাজমুল হাসান সভায় পাস হওয়া সিদ্ধান্ত গণমাধ্যমে জানান, ‘বিপিএলের গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত আমরা সর্ব সম্মতিক্রমে পাস করেছি। টুর্নামেন্ট শুরুর তারিখ একটা বিষয় ছিল। আমরা ঠিক করেছি অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিপিএল চলবে। এখন যেটা করা হয়েছে ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর টুর্নামেন্ট চলবে। আমরা চাইছি যদি ১ তারিখ থেকেও শুরু করা যায় তাহলে ওদিকে কিছুটা সময় পাব।’
এবার প্রতি দল গতবারের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ চারজনকে ধরে রাখতে হবে। বাকিদের নিতে হবে প্লেয়ার্স ড্রাফট থেকে, ‘খেলোয়াড় ধরে রাখার বিষয়ে প্রতি বছর একটা ব্যাপার থাকে। যেকোনো দল এখন সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এটা চারজন বিদেশি হতে পারে, চারজন দেশি হতে পারে আবার কম্বিনেশনও হতে পারে। ’
বিপিএলের গত আসরে একাদশে পাঁচ বিদেশি খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনায় পড়েছিল বিসিবি। এক মৌসুম পর ফের ফিরে যাওয়া হচ্ছে আগের নিয়মে। এতে বাড়ছে দেশি ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ, ‘গত বিপিএলে একাদশে সর্বোচ্চ ৫ বিদেশি খেলেছিল। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি চারজন খেলবে।’
Comments