ভবিষ্যদ্বাণী: আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড
সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে আইসল্যান্ড। প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে এসেই কোয়ার্টার ফাইনাল। তবে দলটি নির্ভর করে রক্ষণভাগের উপরই। কিন্তু প্রতিপক্ষ যে আর্জেন্টিনা। যে দলে খেলে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাই এ ম্যাচে শেষ পর্যন্ত এগিয়ে থাকছে আর্জেন্টিনাই।
আর আর্জেন্টাইনদের মূল শক্তির জায়গা আক্রমণভাগ। মেসি ছাড়াও এখানে রয়েছেন সের্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন ও পাওলো দিবালার মতো উঠতি তারকা। তাই শেষ পর্যন্ত আল বিসেলেস্তাদের কতোটুকু আটকে রাখতে পারবে আইসল্যান্ড তা সময়েই বলে দেবে। আর ইউরোতে যেভাবে রূপকথা লিখেছিল সে ধারা ধরে রাখতে পারলে
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন ?
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা, শনিবার, ১৬ জুন
কোথায় ?
স্পার্তাক স্টেডিয়াম, মস্কো
নজরে থাকবেন যারা?
নিঃসন্দেহে এ ম্যাচের সব আকর্ষণ কেড়ে নিবেন মেসি। চলতি বছরের সেরা গোলদাতাও তিনি। সাম্প্রতিক সময়ে ছন্দেও আছেন। জাতীয় দলের হয়ে শেষ দুই ম্যাচে করেছেন হ্যাটট্রিক। তবে এটা হতে পারে তাদের দুর্বলতাও। কারণ মেসিকে আটকে অনেক ম্যাচেই জয় তুলে নিয়েছে দুর্বল প্রতিপক্ষও
নজর কাড়তে পারেন আগুয়েরোও। আর নিজের সেরাটা খেলতে পারলে ডি মারিয়াও হতে পারেন তুরুপের তাস। আর সিগুর্ডসনের উপর অনেকটাই নির্ভরশীল আইসল্যান্ডের মধ্য মাঠ। এভারটনের এ তারকার সঙ্গে অধিনায়ক অ্যারন গুনারসনও মধ্য মাঠের নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবেন।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
আর্জেন্টিনা : (৪-২-৩-১) কাবায়েরো, ওটামেন্ডি, সালভিও, রোহো, ত্যাগলিয়াফিকো, মাশ্চেরানো, বিগলিয়া, মেজা, মেসি, ডি মারিয়া, আগুয়েরো।
আইসল্যান্ড : (৪-৪-২) হেলডরসন, সিভার্সন, আরনা সন, সিগুর্ডসন, মাগনু৮সন, গুডমুন্ডসন, গুনার্সন, হালফ্রেডসন, জারনাসন, জি সিগুর্ডসন, বডভার্সন।
ভবিষ্যদ্বাণী : আর্জেন্টিনা ২-০ আইসল্যান্ড
Comments