‘নিখোঁজ হওয়ার আগে তারেককে অনুসরণ করা হচ্ছিল’
কোটা সংস্কার আন্দোলনের ‘নিখোঁজ’ নেতা তারেক রহমানকে সাদা পোশাকে একদল লোক অনুসরণ করছিল বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, গত শনিবার সন্ধ্যা থেকে তারেককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আজ ঢাকায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের অফিসে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন তারেকের বাবা আব্দুল লতিফ ও মা শাহানা বেগম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তারেক এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।
তারেকের বাবা-মা জানান, বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বাড্ডায় তার বোনের বাসায় থাকতো তারেক। ঈদের পর একটি মেসে ঘর ভাড়া নিয়ে সে উঠেছিল।
তাদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় ফকিরাপুল এলাকায় ব্যানার তৈরি করতে গেলে সাদা পোশাকে কিছু মানুষ তারেককে অনুসরণ করতে শুরু করে। অনুসরণ করার কথা ফোন করে সে তার এক বন্ধুকে জানায়। এর পর থেকেই তারেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারেকের মা শাহানা বেগম।
তবে কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদের নিখোঁজ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২ জুলাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার পর ২৪ ঘণ্টারও বেশি সময় নিখোঁজ ছিলেন ফারুক হোসেন। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফারুককে তারা গ্রেপ্তার করেছে। পুলিশের একটি মোটরসাইকেল পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
সর্বশেষ গত ১২ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনের নেতা সুহেল ইসলামকে শান্তিনগরের একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। দিনভর অস্বীকারের পর সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
তারেকের বাবা-মা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) দেবদাস ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে গতরাতে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, তারেক তাদের হেফাজতে নেই। তারাও তারেককে খুঁজছেন।
Comments