ওপেনিংয়ে তামিমের সঙ্গী নিয়ে চিন্তায় নির্বাচকরাও
ওয়ানডেতে তামিম ইকবালের যোগ্য ওপেনিং সঙ্গীর অভাবে অনেক দিন থেকেই ভুগছে বাংলাদেশ। ফর্ম হারিয়ে দল থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার জায়গায় সুযোগ পেয়ে এখনো তা কাজে লাগাতে পারেননি এনামুল হক বিজয়। বিশ্বকাপের আগে এই জায়গায় থিতু একটি সমাধান পেতে চান নির্বাচকরা।
ঘরের মাঠ ত্রিদেশীয় কাপে টানা চার ম্যাচে সুযোগ পেয়েছিলেন এনামুল। রান করতে না পারায় ফাইনালে তাকে বসিয়ে নামানো হয় মোহাম্মদ মিঠুনকে। তিনিও পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার এনামুলেই আস্থা রাখছে বাংলাদেশ। কিন্তু প্রথম ওয়ানডেতে তিনি করেছেন হতাশ। কোন রান না করেই আউট হয়েছেন, প্রস্তুতি ম্যাচেও পাননি রান। দলে বিকল্প ওপেনার হিসেবে লিটন দাস থাকলেও এই জায়গায় হাবিবুল বাশার জানালেন এই জায়গায় খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন তারা, ‘আরও দুটি ওয়ানডে ম্যাচ বাকী আছে। আমরা চাই না নতুন কাউকে দেখতে। অবশ্যই চাইব যাদের দলে নেয়া হয়েছে তারাই পারফর্ম করুক। প্রতিবার নতুন কাউকে নিলে এটা তামিমের জন্যও অস্বস্তিকর।’
নির্বাচকদের কথা মিলল এনামুলকে দেওয়া হবে যথেষ্ট সুযোগ, তাও তিনি ব্যর্থ হলে বাজিয়ে দেখা হতে পারে লিটনকে। আর এরমধ্যে যদি টি-টোয়েন্টি খেলে ফর্মে ফেরেন সৌম্য তাহলে তো কথাই নেই। তবে যেই হোক বিশ্বকাপের আগে ওপেনিংয়ের একটা স্থায়ী সমাধানের তাড়না নির্বাচকদের, ‘এটা একটা বোঝাপড়ার ব্যাপার। বড় দল গুলো দেখেন, হেইডেন-ল্যাঙ্গার যেমন ছিলেন, সব দলেই এমন একটা জুটি কাজ করেছে। তাই তামিমের জন্য বিষয়টা কঠিন হয়, প্রতি সফরেই নতুন কারো সাথে ব্যাট করা, নতুন করে মানিয়ে নেয়া। আমি আশা করি এমন হবে না। তাহলে বিশ্বকাপের আগে আমরা স্থায়ী একটা ওপেনিং জুটি ও তিন নম্বর ব্যাটসম্যান পেতে পারব। ’
Comments