দিবালাকে পেতে পগবা বদল!
চলতি গ্রীষ্মের দল বদল শেষ। আগামী জানুয়ারিতে শুরু হবে শীতকালীন দলবদল। তবে এর আগে নানা ধরণের গুঞ্জন ডালপালা মেলছে ফুটবল পাড়ায়। নতুন মেসি খ্যাত জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে পেতে চাইছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তার বদলে রেড ডেভিলরা পল পগবাকে ফেরত দিতে তৈরি বলেই জানিয়েছে ইতালিয়ান কেলসিওমেরকাতো।
সাম্প্রতিক সময়টা সময়টা ভালো যাচ্ছে না ইউনাইটেডের। ইংলিশ লিগের প্রথম চার ম্যাচের দুটিতেই হেরেছে তারা। তার উপর ম্যানেজার হোসে মরিনহোর সঙ্গে দ্বন্দ্ব লেগেই আছে পগবার। আর ফরাসীও চাইছেন দল বদলাতে। তাই ম্যানচেস্টার তাকে আবার জুভেন্টাসের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যমটি।
কেলসিওমেরকাতো জানিয়েছে, মেসির উত্তরসূরি দিবালাকে পেতে এর মধ্যেই জুভেন্টাসের সঙ্গে আলোচনা চালিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর বিনিময়ে পগবাকে ফেরত দেবে তারা। রিপোর্টে আরও বলা হয়েছে, জুভেন্টাসে ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দেওয়ায় নতুন ক্লাব খুঁজছেন দিবালাও। তাই আলোচনা অনেক এগিয়েছে বলেই দাবি করেছে তারা।
সিনিয়র লেভেলে ম্যানইউর হয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন পগবা। দুই মৌসুম থাকার পর তৎকালীন কোচ আলেক্স ফার্গুসনের সঙ্গে দ্বন্দ্বের কারণে ২০১২ সালে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালের গ্রীষ্মে রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস ছেড়ে আবার ইউনাইটেডে ফিরে আসেন পগবা। তবে ফিরেও কোচ মরিনহোর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না এ ফরাসীর।
অন্যদিকে চলতি মৌসুমের শুরুতে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। তাই দলে কিছুটা হলেও প্রাধান্য কমেছে দিবালার। এর মধ্যে এক ম্যাচে শুরুর একাদশেও ছিলেন না তিনি। তাই সব মিলিয়ে এ আর্জেন্টাইন জুভেন্টাস ছাড়তে চাইছেন বলেই গুঞ্জন উঠেছে।
Comments