স্মিথ-লাবুশানের ডাবল সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের ভালো শুরু

steve smith and marnus labuschagne

প্রথম দিনের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে দ্বিতীয় দিনেও ছড়ি ঘোরালেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। ডাবল সেঞ্চুরির দেখা পেলেন মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। এক রানের আক্ষেপে পুড়লেন ট্রাভিস হেড। জবাবে ব্যাট হাতে নেমে কোন বিপদ ঘটতে দিলেন না ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও তাজনারয়ন চন্দরপল।

বৃহস্পতিবার পার্থ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্বাগতিকরা। ২ উইকেটে ২৯৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করা অজিরা এদিন যোগ করে আরও ৩০৫ রান। চার উইকেট হারিয়ে ৫৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে প্যাট কামিন্সের দল। ব্যাট করতে নেমে অভিষিক্ত শিবনারয়ন  চন্দরপল পুত্র তেজনারায়নের ৪৭ ও ব্রাথওয়েটের ১৮ রানে বিনা উইকেটে ৭৪ রান তুলে দিন শেষ করেছে ক্যারিবীয়রা।

আগের দিন ২৭০ বল খেলে ১৫৪ রানে অপরাজিত ছিলেন সেঞ্চুরিয়ান লাবুশানে। ১০৭ বলে ৫৯ রান করে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন স্মিথ। দ্বিতীয় দিনেও ছড়ি ঘোরান এই জুটি, ডাবল সেঞ্চুরি তুলে দেন লাবুশানে। স্মিথও পান শতরানের দেখা।

তবে মাইলফলক ছোঁয়ার পরপরই ১১৯তম ওভারে ব্র্যাথওয়েটের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন লাবুশানে। ৩৫০ বলে ২০৪ রান করে ফিরে যান এই টপ অর্ডার। এরপর ক্রীজে আসেন হেড। তার সঙ্গেও দারুণ এক জুটি গড়েন স্মিথ।

ডাবল সেঞ্চুরিও ছুঁয়ে ফেলেন সাবেক অজি অধিনায়ক, শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। এদিকে হেড পোড়েন এক রানের আক্ষেপে, ব্যক্তিগত ৯৯ রানে সরাসরি বোল্ড হয়ে যান ব্রাথওয়েটের বলে। চতুর্থ উইকেটের পতনের সাথে সাথেই ইনিংস ঘোষণা করে দেয় ক্যাঙ্গারুরা। স্মিথ অপরাজিত থাকেন ৩১১ বল থেকে ২০০ রান করে।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

Bangladesh is racing to expand its air cargo capacity after India’s abrupt suspension of third-country transshipment earlier this month upended a logistics route for garment exporters.

6h ago