ভারত ‘এ’ দলের বিপক্ষে বিধ্বস্ত মিঠুন, মুমিনুলরা

ভারতীয়দের রান পাহাড়ের জবাবে হাবুডুবু খাওয়া বাংলাদেশ 'এ' দল আর ঘুরে দাঁড়াতে পারল না। সাদমান ইসলাম ছাড়া দ্বিতীয় ইনিংসে হাল ধরতে পারলে না কেউই। চরম ব্যাটিং ব্যর্থতায় মোহাম্মদ মিঠুনের দলকে হারতে হলো ইনিংস ব্যবধানে।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ 'এ' দলকে ইনিংস ও ১২৩ রানে বিধ্বস্ত করেছে ভারত 'এ' দল।
ইনিংস হার এড়াতে চেষ্টা চালানো বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৮৭ রানে। প্রথম ইনিংসে নিজেদের ২৫২ রানের জবাবে অভিমন্যু ঈশ্বরণের সেঞ্চুরিতে ৫৬২ রানের বিশাল পুঁজি পেয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে পাহাড়সম রানের বোঝা আর সামলাতে পারেননি মিঠুনরা। বাংলাদেশকে ১৮৭ রানে আটকে দিতে ৭৪ রানে ৬ উইকেট তুলেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার। প্রথম আনঅফিসিয়াল টেস্ট কোনমতে ড্র করতে পারলেও এই হারে সিরিজও হারল বাংলাদেশের দলটি।
দ্বিতীয় ইনিংসে দলের হয়ে একমাত্র লড়েছেন সাদমান। বাকিদের আসা যাওয়ার মাঝে এক প্রান্তে ২৩০ বলে ৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
আগের দিনের ২ উইকেটে ৪৯ নিয়ে নেমে দিনের শুরুতেই ফেরেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বাঁহাতি স্পিনার সৌরভের বলে কিপারে গ্লাভসে ধরা দেওয়ার আগে ৩১ বল খেলে ৬ রান করেন তিনি। এই নিয়ে তার ব্যাটিং ব্যর্থতা থাকল অব্যাহত।
সাদমানের সঙ্গে মিলে শাহাদাত হোসেন দীপু প্রতিরোধের আভাস দিয়েছিলেন। তবে তাদের জুটিতে ৫৪ রানের বেশি আসেনি। ৬১ বলে ২৯ করে থিতু থাকা শাহাদাতকেও ফেরান সৌরভ। কিপার ব্যাটার জাকের আলি অনিকও চেষ্টা চালিয়েছিলেন। থিতু হয়ে তিনিও ডুবেছেন। নবদিপ সাইনির বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৯ বলে করেন ২২ রান। এরপর পড়তে থাকে টপাটপ উইকেট। অধিনায়ক মিঠুন আরও এক ব্যর্থতায় দলকে করেন হতাশ। এবার কোন রান করাই আগেই ফেরেন সাইনির বলে। উমেশ যাদব-সৌরভ মিলে বাংলাদেশের লেজ মুড়ে দিতে সময় নেননি বেশি।
Comments