সেই আয়ারল্যান্ডকে রেকর্ড গড়ে হারালো শ্রীলঙ্কা

Sri Lanka
শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত আয়ারল্যান্ড। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বেশ কিছুটা লড়াই জমিয়ে তুলেছিল আয়ারল্যান্ড। ইনিংস হার এড়িয়ে খেলা নিয়ে  গিয়েছিল চার দিনে। শ্রীলঙ্কায় গিয়ে ভিন্ন বাস্তবতার সামনে পড়ল তারা। লঙ্কান ব্যাটারদের চার সেঞ্চুরির পর প্রভাত জুয়াসুরিয়া- রমেশ মেন্ডিসের স্পিনে বিধ্বস্ত হয়েছে আয়ারল্যান্ড।

গল প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ২৮০ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টেস্টে এটি ইতিহাসে লঙ্কানদের সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৪ সালে জিম্বাবুয়েকে ইনিংস ও ২৫৪ রানে হারিয়েছিল তারা।

আগে ব্যাটিং নিয়ে দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রান করে ইনিংস ছেড়ে দেয় স্বাগতিকরা। আইরিশরা দুবার ব্যাট করেও কূল কিনারা করতে পারেনি ওই পুঁজির।

প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় ১৪৩ রানে। যাতে ৫২ রানে ৭ উইকেট নিয়ে মূল ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার প্রভাত। পেসার বিশ্ব ফার্নেন্দো নেন ২ উইকেট। অফ স্পিনার রমেশ মেন্ডিসের পকেটে যায় এক উইকেট।

ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসেও চোখে সর্ষে ফুল দেখে আইরিশরা। এবার প্রভাতের চেয়ে ধারালো হয়ে ছোবল হানেন রমেশ। ৭৬ রানে ৪ উইকেট নেন তিনি। প্রভাত তুলেন ৫৬ রানে ২ উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নেন বিশ্ব।

প্রথম ইনিংসে আগের দিনের ৭ উইকেটে ১১৭ রান নিয়ে মঙ্গলবার নেমেছিল আয়ারল্যান্ড। লোরকান টাকার কিছুটা লড়াই করলেও দেড়শোর আগেই গুটিয়ে যায় তারা। টাকার করেন ৪৫।

ফলোঅনে পড়ে টপাটপ উইকেট হারাতে থাকে সফরকারীরা। বিশ্ব ৮ রানেই তুলে নেন দুই ওপেনারকে। এরপর আক্রমণে এসে উইকেট নিতে থাকেন দুই স্পিনার। ৪০ রানে পড়ে যায় ৫ উইকেট।

এরপর কার্টিস ক্যাম্ফের, হ্যারি টেক্টর মিলে আনেন ৬০ রানের জুটি। পরে জর্জ ডকরেল অ্যান্ডি ম্যাকব্রেইন আর মার্ক অ্যাডায়ারকেও নিয়ে পান হালকা কিছু প্রতিরোধ। তাদের লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি।

লঙ্কানদের বিপক্ষে একই ভেন্যুতে আরেকটি টেস্ট খেলবে সফররত আয়ারল্যান্ড। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৪ এপ্রিল।

Comments

The Daily Star  | English

No discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul Alam

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

48m ago