সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিসিবির চট্টগ্রামের কিউরেটর

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার ভারতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তার স্ত্রী সুবর্না হিঙ্গনিকার ঘটনাস্থলে মারা গেছেন, মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রবীন।
বিদর্ভ ক্রিকেট অ্যাসোশিয়েশনের গণমাধ্যম কর্মকর্তা সরোদ পধ্যায় দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করে বলেছেন, 'তার স্ত্রী ঘটনাস্থলে মারা গেছেন, প্রবীণের বা হাতে জখম হয়েছে। তার হাতে অপারেশন চলছে।'
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে পুনে থেকে নাগপুরে ফিরছিলেন প্রবীণ ও তার স্ত্রী। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কন্টেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় প্রবীনই গাড়ি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।

দুর্ঘটনার পর পরই মেহকার পুলিশ স্টেশন উদ্ধারের ব্যবস্থা চালায়। এপিআই অরুন বাকেল প্রবীনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান। তিনি জানান, সুবর্ণা (৫৩) ঘটনাস্থলেই মারা গেছেন।
২০১৮ সালে প্রবীনকে কিউরেটর পদে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামের মাঠের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এছাড়া বাড়তি দায়িত্ব হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তত্ত্বাবধায়নেও কাজ করতে দেখা গেছে তাকে। সম্প্রতি ছুটি নিয়ে নিজ দেশে গিয়েছিলেন প্রবীণ। সেখানেই গিয়ে পড়লেন এমন দুর্ঘটনায়।
Comments