শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এপ্রিলের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফর যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এ সিরিজের জন্য সাবেক দুই অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদের মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে সাল মা ও রুমানা ছাড়াও সবশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার ও দিলারা আক্তার। তাদের শূন্যতা পূরণ করতে দলে জায়গা পেয়েছেন শামিমা সুলতানা, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন।
এরমধ্যে সুলতানা খাতুন একেবারেই নতুন মুখ। দলে রয়েছেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক দিশা বিশ্বাস, স্বর্ণা আক্তার। সালমা ও রুমানা ছাড়া টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। দলে এসেছেন সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, রাবেয়া ও সানজিদা আক্তার মেঘলা।
তবে সিনিয়রদের বাদ নয় বিশ্রাম দিয়েছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন নির্বাচক মঞ্জুরুল ইসলাম।
আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে নিগার সুলাতানারা। ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২ ও ৪ মে বাকি দুটি ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মে থেকে। ১১ ও ১২ মে পরের দুটি ম্যাচ। ওয়ানডে সিরিজ হবে কলম্বোর পি সারা ওভালে। টি-টোয়েন্টি সিরিজ হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। দুই সিরিজের আগে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বাঘিনীরা।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।
Comments