আইপিএলে লিটনের অভিষেক, বাদ মোস্তাফিজ

ছবি: ফেসবুক

ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই নামে বৃষ্টি। ফলে বাড়তে থাকে অপেক্ষা। যদিও ম্যাচের ফলাফলের চেয়ে বাংলাদেশিদের নজর ছিল দুই দলের স্কোয়াডে। কারণ দুই দলেই রয়েছেন একজন করে বাংলাদেশি খেলোয়াড়। একাদশে তাদের দেখতে পাওয়া নিয়েই যতো আলোচনা। কিন্তু সেখানে প্রথমবারের মতো লিটন কুমার দাসকে আইপিএলে দেখতে পেলেও বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

সাম্প্রতিক সময়ে কলকাতার ওপেনারদের ব্যর্থতার কারণে এদিন একাদশে পরিবর্তন আসবে তা অনুমিতই ছিল। তবে আলোচনা ছিল জেসন রয়কে নিয়ে। ওপেনিংয়ে লিটনের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। এদিন এ দুই ব্যাটারকেই দলে রেখেছে কলকাতা। বাদ পড়েছেন রহমানুল্লাহ গুরবাজ। আইপিএলে সুযোগ পাওয়া ষষ্ঠ বাংলাদেশি খেলোয়াড় লিটন।

কলকাতার হয়ে প্রথম পাঁচ ম্যাচের সবগুলো খেলে এখনো সেভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না আফগানিস্তানের কিপার ব্যাটার গুরবাজ। ৫ ম্যাচে ২০.৪০ গড় আর ১১৭.২৪ স্ট্রাইকরেটে ১০২ রান করেছেন তিনি। এক ফিফটি করলেও সর্বশেষ তিন ম্যাচে ১৫, ০ ও ৮ রান করেন তিনি। তার ছন্দহীনতার কারণেই একাদশে সুযোগ পেলেন লিটন।

দলে যোগ দেওয়ার পর আগের দুই ম্যাচে নামার সুযোগ হয়নি লিটনের। তৃতীয় ম্যাচে এসে সুযোগটা পেলেন তিনি। অন্যদিকে আগের দুই ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে না লাগাতে পেরে এদিন বাদ পড়েছেন মোস্তাফিজ। এমনকি সাব হিসেবেও তাকে রাখেনি তারা। তার জায়গায় ফিল সল্টকে দলে নিয়েছে দিল্লি। ফলে মুখোমুখি হওয়া হলো না বাংলাদেশের দুই তারকার।

অথচ আগের দিন সামাজিকমাধ্যমে আগের দিন একটি ছবি পোস্ট করে আলোচনা বাড়িয়ে দিয়েছিলেন মোস্তাফিজই। যেখানে দেখা যায় ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সতীর্থ লিটনও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই তিন তারকা খেলেছেন কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে। তাই ক্যাপশনেও লিখেছিলেন 'পুনর্মিলন'।

দিল্লির হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এবার প্রথম সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে সেদিন পেয়েছিলেন ১টি উইকেট। এরপর রাজস্থান রয়্যালসের বিপক্ষে দিল্লির পরের ম্যাচেও খেলেছেন। কিন্তু ৪ ওভারে ৪১ রান খরচ করেও কোনো উইকেট পাননি এ বাঁহাতি পেসার।

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা (অধিনায়ক), রিংকু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব ও কুলবন্ত খেজরোলিয়া।

দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মানিশ পান্ডে, ফিল সল্ট (উইকেটরক্ষক), ললিত যাদব, আমান খান, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, অ্যানরিক নরকিয়া, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।

Comments

The Daily Star  | English

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

11h ago