শাদাবের ভুলের মাশুল দিয়েছে পাকিস্তান

Shadab Khan
ফসকে যাচ্ছে চাপম্যানের ক্যাচ, পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে পরে ম্যাচও

১৯৪ রান তাড়ায় গিয়ে প্রথম ওভারেই নিউজিল্যান্ডের নেই ২ উইকেট, ২৩ রানে নেই তিনটি। ওই অবস্থা থেকে দলকে টেনে তুলেন মার্ক চাপম্যান, চোখ ধাঁধানো সেঞ্চুরি করে হারান পাকিস্তানকে। তবে একদমই নিখাদ ছিল না চাপম্যানের ইনিংস, সুযোগ দিয়েছিলেন তিনি। শাদাব খান সেই সুযোগ লুফে নিতে না পারার মাশুল গুনেছে পাকিস্তান। শাদাবের ভুলকে হারের একটা কারণ বললেও তার কাঁধ থেকে হাত সরাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ম্যাচের তখন ১৪তম ওভারে। পাকিস্তানি বোলারদের পিটিয়ে তখন অগ্নিমূর্তিতে চাপম্যান। হারিস রউফ, শাহীন আফ্রিদি কেউই তাকে থামাতে পারছিলেন না। ম্যাচ জিততে তখনো অবশ্য ৩৮ বলে ৭০ রান চাই নিউজিল্যান্ডের। শাহীনের একটি ফুলটস বল উড়াতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়েছিলেন চাপম্যান। ৬৭ রানে থাকা এই বাঁহাতির সহজ ক্যাচ ফেলে দেন শাদাব।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এটাকে হারের একটা কারণ বলছেন বাবর,  'শাদাব আগে অনেক ভালো পারফর্ম করেছে। তবে এই সিরিজে ভালো খেলেনি। শাদাবের ওই ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে।'

এদিন বল হাতেও ভালো করেননি শাদাব।  ২ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ২৯ রান। বৃষ্টিতে ভেস্তে যাওয়া চতুর্থ টি-টোয়েন্টিতে ৩ ওভারে ২৫ রান দিয়ে তিনি ছিলেন  উইকেটশূন্য। তৃতীয় ম্যাচে ৩৪ রানে পান ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ৩ ওভারে দেন ২৭ রান।

সিরিজ জুড়ে মলিন থাক এই লেগ স্পিনারকে অবশ্য সমর্থন দিচ্ছেন বাবর, 'তবে এক সিরিজে ভালো না খেললেই ওকে আলাদা করা যাবে না। আমরা ওকে সমর্থন দিব। আশা করি ও ভালোভাবেই ফিরে আসবে।'

এদিন রাওয়ালপিন্ডির উইকেট ছিল বেশ ভালো। তাতে পুরো ২০ ওভার ব্যাট করে মোহাম্মদ রিজওয়ান আরও বিস্ফোরক হতে পারতেন কিনা সেই প্রশ্নও উঠেছে। ৯৮ রানে অপরাজিত থাকলেও শেষ তিন ওভারে যথেষ্ট ঝড় তুলতে পারেননি রিজওয়ান, বাবর স্বীকার করছেন কিছুটা রানের ঘাটতি ছিল তাদের,   'শেষ তিন ওভারে রিজওয়ান চেষ্টা করেছে, কিন্তু ব্যাটে-বলে হয়নি। সে খুব ভাল করেছে। আবার এটাও বলতে হয় আমরা কিছু কম রান করেছি।'

Comments

The Daily Star  | English

Enforced disappearance: Life term or death penalty for culprits

Government officials will face death penalty or minimum life sentence if found guilty of causing the death of enforced disappearance victims, according to a draft ordinance unveiled yesterday.

8h ago