শারজাহ ক্রিকেট স্টেডিয়ামেও শচীনের নামে স্ট্যান্ড

নিজের ৫০তম জন্মবার্ষিকীতে আরও একটি সম্মান ও ভালোবাসা উপহার পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ক্রিকেট ভেন্যু শারজাতে শচীনের নামে একটি স্ট্যান্ড উন্মোচন করা হয়েছে।
সোমবার ছিল শচীনের ৫০তম জন্মদিন। সেদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্রায়ান লারার সঙ্গে একটি গেইটে শচীনের নাম উন্মোচন করা হয়। ওইদিন রাতে দুনিয়ার আরেক প্রান্ত শারজাতেও ঠাঁই পেলেন শচীন। শারজাহর পশ্চিম পাশের গ্যালারিটি এখন থেকে নাম হবে 'শচীন টেন্ডুলকার স্ট্যান্ড।'
শারজাহর মাঠে অনেক স্মরণীয় স্মৃতি আছে শচীনের। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ রানের এক ইনিংস খেলেছিলেন মাস্টার ব্যাটার। ওই ইনিংসে চড়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে ভারত। পরে ফাইনালেও দলের ৬ উইকেটে জয়ে ১৩৪ রান করেন শচীন। ওই সেঞ্চুরি ছিল তার ২৫তম জন্মদিনে। অর্থাৎ ঠিক ২৫ বছর আগে।
শারজাহ ক্রিকেটের প্রধান নির্বাহী খালাফ বুখাতির এই স্ট্যান্ডের উদ্বোধন করে জানান এখনো তার কাছে শচীনের সেই ইনিংস তরতাজা, 'আমি তার জন্মদিন উদযাপন ভুলিনি। পুরো দর্শক বিমোহিত ছিল। আমি ভাগ্যবান যে আমি সেখানে ছিলাম।'
এমন সম্মান দেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন শচীনও, 'সেখানে থাকতে পারলে ভালো হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য ব্যস্ততায় থাকতে পারিনি। শারজাহতে খেলা সব সময়ই স্মরণীয় অভিজ্ঞতা। এই মাঠে সব সময় উন্মাদনা উপভোগ করেছি। অনেক সমর্থন পেয়েছি। অনেক সুখস্মৃতি আছে।'
'আমি খালাফ বুখাতিরকে ধন্যবাদ জানাই এই ম্যাচের ২৫তম বার্ষিকী পালন করার জন্য।'
Comments