প্রস্তুতির ঘাটতি বড় করে দেখছেন না তামিম

একমাত্র প্রস্তুতি ম্যাচটির পুরোটাই গেল বৃষ্টির পেটে। মাঠে গড়ায়নি এক বলও। এমনকি ইংল্যান্ডে যাওয়ার পর পর্যাপ্ত অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। তাই কিছুটা হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতির ঘাটতি ভোগাবে টাইগারদের। কিন্তু এসব নিয়ে না ভেবে মানসিক প্রস্তুতি নেওয়ার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান। জয় ছাড়া ভাবছেন না কিছুই।

'এসব জিনিস তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তোবা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারি নাই। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যতটুকু তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা। আশা করি যে মাঠে খেলব কাল ওখানে যাব আমরা, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আমরা অনুশীলনও করব,' অনুশীলনের ঘাটতি নিয়ে এমনটাই বললেন টাইগার অধিনায়ক তামিম।

আগামী মঙ্গলবার আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচটি টাইগাররা খেলবে চেমসফোর্ডে। এখনও সেখান উইকেট দেখেননি তামিমরা। এমনকি আগে খেলার কোনো অভিজ্ঞতাও নেই। তবে আগামীকাল সেখানে অনুশীলন করার কথা রয়েছে তাদের। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই টাইগার অধিনায়কের, 'আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি, কারণ ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমি একজন ক্রিকেটার কিংবা অধিনায়ক বা আমাদের কোনো প্লেয়ারের নিয়ন্ত্রণে নাই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি, সবাই কম-বেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হবে, ওটাই আমাদের সহায়তা করবে।'

ইংল্যান্ডে পৌঁছে মূলত টাইগাররা অনুশীলন করতে পেরেছেন একটি সেশন। আর বাকি দিনগুলোতে ছিল বৃষ্টির দাপট। তবে রোববার ইনডোরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। চেমসফোর্ডে আগে না খেললেও ইংল্যান্ডে খেলার কিছু অভিজ্ঞতাও রয়েছে তাদের। এছাড়া অন্যান্য দলের খেলার তথ্য নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তামিমরা, 'ওই মাঠে আমার খেলার কোনো অভিজ্ঞতা নাই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারনা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত এবং বর্তমানের খেলাগুলো দেখে ওইটুক তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।'

কিছু দিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডকে তিন সিরিজেই হারিয়েছে বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ছাড়া সীমিত ওভারের বাকি সব ম্যাচে দাপটের সঙ্গেই জিতেছে টাইগাররা। কিন্তু তারপরও নিজেদের ফেবারিট ভাবছেন না তামিম। প্রত্যাশা করছেন ভালো একটি সিরিজের, 'ফেবারিট শব্দটা আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। অবশ্যই আমরা এখানে আসছি ভালো খেলার জন্য এবং জেতার জন্য। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা যেটা আপনি আগে থেকে বলতে পারবেন না কী হবে। তারাও খেলবে এবং এই কন্ডিশনে তারাও ভালো দল। এই কন্ডিশনে তারা অভ্যস্ত। আশা করি ভালো একটা সিরিজ হবে।'

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

3h ago