এশিয়া কাপ

পাকিস্তানের দেওয়া 'হাইব্রিড মডেলে' বাংলাদেশের না

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। তাই 'হাইব্রিড মডেলে' এই আসর আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে দেওয়া সেই প্রস্তাবে বিরোধিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বিরোধিতা করেছে শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি)।

ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরি সম্পর্ক চলছে অনেক বছর ধরেই। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে চায় না ভারতীয় দল। মূলত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় তারা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সংবাদ অনুযায়ী, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান।

মঙ্গলবার দুবাইয়ে এশিয়া কাপের আয়োজন নিয়ে এসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে পিসিবি। সেখানেই সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি এবং এসএলসি। ভ্রমণ সংক্রান্ত জটিলতা এবং আমিরাতের তাপমাত্রা সেসময় অনেক বেশি থাকার বিষয়টি তুলে ধরে এ দুই ক্রিকেট বোর্ড। পাকিস্তানে খেলতে যেতে কোনো সমস্যা নেই তাদের।

এ প্রসঙ্গে লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, 'আমরা এসিসিকে চিঠি দিয়ে বলেছি যে আমরা হাইব্রিড মডেলের বিরুদ্ধে। এর বাইরে, এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বছরের সেই সময়ে সংযুক্ত আরব আমিরাতে খুব গরম।'

তবে নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব এলে তা লুফে নেবেন বলেও জানান মোহন ডি সিলভা, 'যদি শ্রীলঙ্কায় টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব আসে, আমরা তা গ্রহণ করব। পাকিস্তান আসরের অফিসিয়াল আয়োজক থাকবে।'

অথচ গত বছরের ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আরব আমিরাতেই হয়েছিল এশিয়া কাপ। শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা থাকায় এশিয়া কাপের আসর মধ্যপ্রাচ্যের দেশটিতে সরিয়ে নেয় তারা। এর আগে ২০১৮ সালে ১৫-২৮ সেপ্টেম্বর ওয়ানডে সংস্করণে মাঠে গড়িয়েছিল এশিয়া কাপ।

এদিকে হাইব্রিড মডেল' নিজেদের অনড় অবস্থানের কথা পরিষ্কার করে এই আসর আয়োজনের প্রস্তাব মেনে না নিলে পাকিস্তান এশিয়া কাপে খেলবে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, 'হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে এশিয়া কাপে খেলবে না পাকিস্তান।'

Comments

The Daily Star  | English

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

6h ago